গাড়িচালক হিসেবে নারীরা নিরাপদ
গাড়িচালক হিসেবে নারীরা অনেক নিরাপদ। এজন্য সড়ক দুর্ঘটনা এড়াতে নারী ড্রাইভারদের উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’ (বিআরটিএ) এর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেক চালকই (পুরুষ) মাদকাসক্ত। এদিক থেকে নারীরা অনেক নিরাপদ। বাংলাদেশের অধিকাংশ যানবাহন চালকই পুরুষ। আচরণে রুক্ষতা আর মাদকসেবী হওয়ায় গাড়ি চালাতে গিয়ে স্পিড দেয় বাড়িয়ে। গাড়ি যায় খাদে। অনেকেই ৮০ উপর স্পিডে গাড়ি চালান। সে কারণে মানুষ নির্বিচারে মারা যাচ্ছে। এটা বন্ধ করতে কৌশলী হতে হবে। আমরা নারী চালকদের উৎসাহিত করছি। নারীর অধিকারের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই পাঠ্যপুস্তকে ট্রাফিক শিক্ষার বিষয়টি রয়েছে। কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষ ট্রাফিক ব্যবস্থাপনা, আইন ও শাস্তি সম্পর্কে কমই জানে। সেজন্য পাঠ্যপুস্তকে ট্রাফিক শিক্ষার বিষয় অন্তর্ভুক্তের জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ও আগ্রহ দেখিয়েছে।
ছোট বাসের চেচিজ পরিবর্তন করে সিট বাড়ানো হচ্ছে বলে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো যানবাহন রুট পারমিট পাবে না। আগে কি হয়েছে হয়েছে। এখন আর হতে দেয়া যাবে না। এজন্য তিনি বিআরটিএ-এর চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
বিআরটিএ-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. শওকত আলী, উপ-পরিচালক (প্রশাসন) মো. ইউসুফ আলী মোল্লা, ডিডি (অর্থ) আবুল কালাম আজাদ, ডিবি (অডিট ও তদন্ত) মো, মকবুল হোসেনসহ বিআরটিএ এর সকল জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক