ঈদ উপহার নিয়ে ৬১০ পরিবারের পাশে হেলথকেয়ার
রাজধানীর মিরপুর, মাটিকাটা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা এবং ঢাকার বাইরে গাইবান্ধায় ৬১০টি পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করেছে হেলথকেয়ার অ্যান্ড হেলথট্রিটমেন্ট ফাউন্ডেশন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ের ১১টার দিকে ৪০টি এবং শুক্রবার (২২ মে) ৫৭০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন তারা।
এই বিতরণ কাজে অংশ নিয়েছেন সংগঠনের সভাপতি মো. হাসিবসহ ইসহাক, সোয়াইব, জাঈদ ও হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. হাসিব বলেন, ‘বর্তমান সরকারের ক্ষুধা, দারিদ্র্য মুক্ত দেশ গড়ার সারথি হিসেবে যেকোনো দুর্যোগ মোকাবিলায় পাশে থাকবে এই ফাউন্ডেশন।’
তিনি আরও জানান, দেশের এই ক্রান্তিকালে সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যগত দুশ্চিন্তা এবং এই প্রাদুর্ভাব থেকে নিজেকে কীভাবে রক্ষা করবে, সেই পরামর্শ দিতে শিক্ষার্থীরা চালু করেছে হেলথকেয়ার অ্যান্ড হেলথট্রিটমেন্ট নামের এ ফাউন্ডেশনটি। দুটি উদ্দেশ্য নিয়ে এর পথচলা। প্রথমত, সাধারণ মানুষের কাছে ডাক্তারদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পৌঁছে দেয়া। দ্বিতীয়ত, এর মাধ্যমে দেশের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানো।
পিডি/এফআর/জেআইএম