ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা জয় করে ঘরে ফিরলেন আরও ৬০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৩ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন ৭৮২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য। এদের অনেকেই আবার কাজেও যোগদান করেছেন।

শনিবার (২৩ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ৬০ পুলিশ সদস্যের প্রত্যেকের দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের সেবায় কাজ করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

এদিকে, করোনাভাইরাসের এ দুর্যোগে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এখন পর্যন্ত তিন হাজার ৩৫১ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি এ পর্যন্ত ১২ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে।

এআর/এফআর/এমকেএইচ