ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পৌরসভার কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ২৫ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২২ মে ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ২৫ কোটি টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে শুক্রবার (২২ মে) বিভাগের পক্ষ থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে বিভিন্ন শ্রেণির ৩২৭টি পৌরসভার অনুকূলে এ বরাদ্দ দেয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পরিস্থিতিতে বেতন-ভাতা না পাওয়ার কারণে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরলে তিনি সদয় হয়ে তার ত্রাণ তহবিল হতে ২৫ কোটি টাকা মঞ্জুর করেন।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় মানবিক দিক বিবেচনা করে এ বরাদ্দ দেয়া হয় এবং আজ (শুক্রবার) বন্ধের দিন হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ হতে জিও জারি করা হয়।

এমইউএইচ/এফআর/জেআইএম