ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ত্রাণ দেয়ার নামে কিশোরী ধর্ষণ, বিচার দাবিতে মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ মে ২০২০

ঈদের জামা-কাপড় ও খাদ্য সামগ্রী দেয়ার কথা বলে তুরাগে কিশোরী ধর্ষণের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে তুরাগের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে করোনাভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে ধর্ষকের বিচার দাবিতে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে থানা ছাত্রলীগ, নয়নীচালা যুবসংঘ, ৫৪ নম্বর ওয়ার্ড কোভিড-১৯ মোকাবিলাকারী স্বেচ্ছাসেবক টিমসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন তুরাগের শতাধিক মানুষ অংশ নেন।

পাশাপাশি তুরাগের নয়ানীচালা এলাকার ৪ নম্বর রোডের ডি ব্লকে অবস্থিত ধর্ষক তওহীদের বাড়ির সামনে পালিত হয় প্রতিবাদ কর্মসূচি।

jagonews24

গত ১৬ মে পিতৃহীন এক কিশোরীকে ঈদের জামা-কাপড় ও খাদ্যসামগ্রী দেয়ার কথা বলে নয়ানীচালার নিজ বাসায় ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে তওহীদ নামের এক যুবক। একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ওই বাড়ি থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসলে কিশোরীটিকে এলাকাবাসী উদ্ধার করে আশ্রয় দেয়। পরে খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরীকে হেফাজতে নেয়। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে তুরাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্ত আসামী তওহীদ পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে তাকে গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানিয়েছে তুরাগ থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াজিউর রহমান জানান, এই ঘটনার শিকার কিশোরীকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সেখানে তার জবানবন্দি গ্রহণ করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে তার পরিবারের সঙ্গে বাসায় পাঠানো হয়েছে।

এইচএস/এমএফ/এমকেএইচ