ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা থেকে শ্রমিকদের সুরক্ষায় মডেল গ্রুপের উদ্যোগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ এএম, ২১ মে ২০২০

করোনাভাইরাস থেকে নিজ কারখানার শ্রমিকদের সুরক্ষার পাশাপাশি জনগণের সেবায় এগিয়ে এসেছে নারায়ণগঞ্জের পোশাক তৈরি ও রফতানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ। করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে ক্রেতাদের চাহিদা অনুসারে পোশাক সরবাহের জন্য সরকারের দেয়া নির্দেশনা মেনেই কারখানা চালু করেছে প্রতিষ্ঠানটি।

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, সরকারি নির্দেশনা অনুসারে আমরা আমাদের কারখানা পরিচালনা করছি এবং এর ওপর ভিত্তি করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা হচ্ছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান আরও বলেন, শ্রমিকদের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা একটি দল গঠন করেছি। ডাক্তার ও নার্সদের সমন্বয়ে তৈরি দলটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

বিশিষ্ট শিল্পপতি ও সিসিডিএম’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামানের নিজ হাতে গড়া মডেল গ্রুপ সবসময়ই আপামর জনসাধারণের সেবায় এগিয়ে এসেছে। এবার করোনা সংক্রমণের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি।

এমএআর/পিআর