বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে দ্বিতীয়বারের মতো একযোগে পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশেও দিবসটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য `উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন`।
২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২০ অক্টোবরকে `বিশ্ব পরিসংখ্যান দিবস` হিসেবে ঘোষণা দেয়া হয়। সিদ্ধান্ত হয়, পাঁচ বছর পর পর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো এ দিবস পালন করবে।
এ বছর বিশ্ব পরিসংখ্যান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতি সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া পরিসংখ্যান দিবস উপলক্ষে বিকেল ৩টায় পরিসংখ্যান ভবন মিলনায়তনে একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি