ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এক হাজার পরিবারকে ‘ঈদ-উপহার’ দিলেন এমপি সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২০ মে ২০২০

এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ-উপহারের সামগ্রী বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। বুধবার জেলার নাসিরনগর সরকারি কলেজ মাঠে এগুলো বিতরণ করা হয়।

sangram-02.jpg

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উপহারের সামগ্রী এক হাজার পরিবারের মাঝে তুলে দেন তিনি। বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। আপনাদের কারও ত্রাণের দরকার হলে উপজেলা প্রশাসনকে জানাবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হবে। সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

sangram-01.jpg

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।

এইউএ/এমএআর/এমএস