ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে আরএফএল গ্রুপের অ্যাকাউন্টস বিভাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২০ মে ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। অসহায় এসব মানুষের সহযোগিতায় ব্যক্তি উদ্যোগে অনুদান দিয়েছেন আরএফএল গ্রুপের অ্যাকাউন্টস বিভাগের প্রতিটি কর্মী। স্বেচ্ছা সহযোগিতায় কর্মীরা দুই লাখ টাকা অনুদান দিয়েছেন।

বুধবার (২০ মে) তাদের এই টাকা সেনাবাহিনীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সহায়তার অর্থ গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল তমজিদুল হক চৌধুরী।

এ বিষয়ে আরএফএল গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কিশোর কুমার দেবনাথ বলেন, ‘করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ অনেক অসহায় হয়েছে পড়েছেন। সরকারের পক্ষে সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। তাই আমরা যদি যার যার সাধ্যমত সহযোগিতা করি তাহলে অনেক কর্মহীন ক্ষুধার্ত মানুষের আহারের জোগান হবে। এ চিন্তা থেকেই আমাদের আরএফএল গ্রুপের অ্যাকাউন্টস বিভাগের উদ্যোগে সহায়তার অর্থ নেয়ার জন্য একটি ডোনেশন বক্স করা হয়। পাশাপাশি একটি বিকাশ হিসাব নম্বর দেয়া হয়। এরপর যে যার সাধ্যমতো ডোনেশন বক্সে এবং বিকাশ হিসাব নম্বরে অর্থ দিয়েছেন। অসহায়দের জন্য আমাদের বিভাগের কর্মীদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান মিলে দুই লাখ টাকা হয়। জমানো এ অর্থ ত্রাণ বিতরণের জন্য আজ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।’

তিনি বলেন, ‘ছোট ছোট সঞ্চয় একসঙ্গে করলে অনেক বড় অ্যামাউন্ট হয়। আমাদের দেশের সব প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগ যদি এভাবে এগিয়ে আসে তাহলে অনেক অসহায় মানুষকে সহযোগিতা সম্ভব। তাই আমারা চাই, দেশের এ ক্লান্তিকালে যার যার সাধ্যমতো সবাই এগিয়ে আসবে। তাহলে দরিদ্র মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা হবে। কেউ আর ক্ষুধার্ত থাকবে না।’

এসআই/এফআর/এমএস