ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফায়ার সার্ভিসের ৬০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৬ পিএম, ২০ মে ২০২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের এই সংখ্যা জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। বাকি ৫৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

শাহজাহান শিকদার বলেন, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে তাদের কয়েকজন প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন।

তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে ১৩ জন সিদ্দিকবাজারে অবস্থিত ফায়ার সার্ভিস সদর দফতরের, ১৪ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ৮ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৪ জন অধিদফতরের অফিস শাখার, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ৪ জন সাভার ফায়ার স্টেশনের এবং ৬ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী।

আক্রান্তদের মধ্যে ১৫ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

'করোনা আক্রান্ত সবাই এখনও ভালো আছেন। তাদের মধ্যে পাঁচজন কর্মকর্তা পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে',- বলেন এই কর্মকর্তা।

এআর/জেডএ/পিআর