দেশে কোনো বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় নেই
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমার দেশ কোনো জঙ্গির দেশ নয়, টেরোরিস্টের (সন্ত্রাসীদের) দেশ নয়। বাংলাদেশ শান্তির দেশ। এদেশে কোনো বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় নেই।
সোমবার সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের লোকেরা এখানে শান্তিতে বসবাস করে। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেই না।’
আসাদুজ্জামান খান বলেন, আমাদের দেশ যখন উন্নতির দিকে তখন দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তবে আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। ষড়যন্ত্রকারীদের আইনদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। ফারুকি, পিডিবির সাবেক চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় আমরা আসামিদের ধরতে সক্ষম হয়েছি।
তাভেল্লা হত্যাকাণ্ডের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো জজ মিয়া নাটক সাজাতে চাই না। উপযুক্ত প্রমাণ সংগ্রহ ও যাচাই বাচাইয়ের চেষ্টা করছি। খিজির খান হত্যাকাণ্ডের মতো এই হত্যাকাণ্ডেরও সুরাহা হবে।
ঢাকায় ১৯টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিমা ভাঙচুর পূজার আগের ঘটনা। এবিষয়ে আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ব্যবস্থা নিত। তবে পূজাকে ঘিরে দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
এআর/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ