বিদেশি নাগরিকদের হত্যার রহস্য উন্মোচন সময়ের ব্যাপার মাত্র
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান এখানে নেই। বিদেশি দুই নাগরিকের হত্যা রহস্য উন্মোচন সময়ের ব্যাপার মাত্র।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা এবং ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের এর সাথে বৈঠককালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অপতৎপরতা প্রতিরোধে দৃঢ় মনোভাব ও গৃহীত পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তিনি দুই রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ ধর্মনিপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ।
ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালির জন্য সিজার তাবেলা হত্যাকাণ্ড দুঃখজনক। তবে আমরা বাংলাদেশ সফরে আমাদের নাগরিকদের জন্য কোন নিষেধাজ্ঞা জারি করিনি। আমরা আমাদের নাগরিকদের বাংলাদেশ সফরে আসতে বলেছি। আমরা চাই হত্যাকাণ্ডের চলমান তদন্ত সুন্দরভাবে সমাধান হোক।
ফরাসি রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের তদন্ত শেষ হলেই আমরা জানতে পারব।
আরএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ