ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামের সাংবাদিক শিবিরে করোনার থাবা, একদিনেই শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৩ এএম, ১৯ মে ২০২০

চট্টগ্রামে চিকিৎসক-পুলিশের পর এবার ফ্রন্টলাইনে থাকা সাংবাদিকদের মাঝেও করোনাভাইরাসের সংক্রমণ হার বাড়ছে। শেষ পাঁচদিনে চট্টগ্রামে পাঁচ সাংবাদিকের করোনা শনাক্ত হয়েছে, আজ একদিনেই শনাক্ত হয়েছে তিনজন।

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে নতুন ৫৪ জনের শরীরে কররোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে তিনজন সাংবাদিক ছাড়াও দুই পুলিশ সদস্যও রয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৪৩ নারী-পুরুষের শরীরে।

সোমবার (১৮ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত সাংবাদিকরা হলেন-

বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার জোবায়ের মঞ্জুর, একই চ্যানেলের ক্যামেরাপার্সন ও ভিডিও গ্রাফার মো. হারুন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সনও ভিডিও গ্রাফার মো. আলমগীর।

এখন পর্যন্ত ৬ সাংবাদিকসহ সাংবাদিক পরিবারের এক সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বপ্রথম গত ১২ মে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) চট্টগ্রাম প্রতিনিধি ও পাঠক নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল ‘সিভয়েস২৪.কমের’ স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক মিনহাজ মুহীর করোনা শনাক্ত হয়। বর্তমানে মিনহাজ বোয়ালখালীর শাকপুরার নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলশনে আছে।

একদিন পর শনিবার (১৬ মে) বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসান রিটনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গতকাল বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীর স্ত্রী শাহনুর সুলতানা লুনার করোনাভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ আজ সোমবার একদিনেই শনাক্ত হয়েছে তিনজন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ জাগো নিউজকে বলেন, ‘এভাবে হঠাৎ একের পর এক সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ায় আমরা শঙ্কিত। এরপরেও এ যুদ্ধের সামনের সাঁরির যোদ্ধা হিসেবে সাংবাদিকদের ঘরে বসে থাকার সুযোগ নেই।

আমাদের সহকর্মীদের বলে দিয়েছি, তারা যাতে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নিয়েই তিনফুট দূরত্ব মেনে দায়িত্ব পালন করেন। মিডিয়া হাউসগুলোর প্রতি অনুরোধ, তারা যেন সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে’।

তিনি জানান, আগামীকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে। চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২১ জন চট্টগ্রাম নগরীর এবং উপজেলাগুলোতে ৬ জন।

এদের মধ্যে পটিয়াতে ১ জন, সীতাকুণ্ডে ১ জন, বাঁশখালিতে ১ জন, চন্দনাইশে ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসাইতে ১ জন রোগী শনাক্ত হয়েছে। এদিকে কক্সবাজার মেডিকেলে চট্টগ্রামের ২৪ টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়া উপজেলার ৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষায় ২২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সবাই চট্টগ্রাম বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৮৪৩ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১১ জন।আইসোলেশনে আছেন ১৫৬ জন রোগী।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা প্রাণ নিয়েছে ৩৮ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।

এমআরএম