ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় নারী-শিশুর স্বাস্থ্যসেবায় সহায়তা করবে মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৮ মে ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ে আইনগত সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য সংগঠনের ফেসবুক পেজ চালু করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি। এ পেজে স্বাস্থ্য ও আইনগত সহায়তা চেয়ে অবগত করলে সহযোগিতা করবে মহিলা পরিষদ।

সোমবার (১৮ মে) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, মহিলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই নারীর মানবাধিকার রক্ষায় এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কোভিক-১৯ পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্য সেবা পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন গর্ভবতী নারী, কিশোরী ও শিশু।

এমতাবস্থায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য উপপরিষদের উদ্যোগে স্ত্রীরোগ ও প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোরী স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা, শারীরিক ও মানসিক অসুস্থতা বিষয়ে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংগঠনের প্যানেল চিকিৎসকরা অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে https://www.facebook.com/BangladeshMahilaparishad চালু করা হয়েছে ফেসবুক পেজ।

একই সাথে সংগঠনের ফেসবুক পেজে নারী ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ে জরুরি আইনগত সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য যোগাযোগ নম্বর দেয়া হয়েছে এই https://www.facebook.com/102281041486142/posts পেজে।

জেইউ/জেডএ/পিআর