ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হট জোনে ৬০০ স্যাম্পলিং বুথের পরিকল্পনা ব্র্যাকের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৮ মে ২০২০

রাজধানীতে করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নমুনা পরীক্ষার জন্য নিজস্ব অর্থায়নে ১০০টি বুথ বসাবে ব্র্যাক। আর সরকারি-বেসরকারি অর্থায়ন পেলে সারাদেশে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ৬০০টি বুথ বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

রোববার (১৭ মে) আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অব মেডিসিনের পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ ডা. বি এম আতিকুজ্জামানের সঞ্চালনায় জাগো নিউজের ভার্চুয়াল সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, আমাদের দেশের স্বাস্থ্যের অবকাঠামো অনেক দুর্বল, এটিকে বেশি গুরুত্ব দেয়া উচিত। একবার যদি এর ওপর বড় চাপ আসে তাহলে আমাদের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না। তার লক্ষণ আমরা ইতোমধ্যেই দেখেছি।

তিনি বলেন, ব্র্যাকের দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে অফিস ও শাখা রয়েছে। মার্চের ১৫ তারিখ থেকে ব্র্যাকের সকল অর্গানাইজেশনের (সাংগঠনিক) কার্যক্রম বন্ধ করে দিয়ে আমাদের এক লাখ শ্রমিক-কর্মী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে কোভিড-১৯ সেবায় নিয়োজিত করা হয়েছে। এ বিষয়ে প্রথমে আমাদের কর্মীদের সচেতন করে তোলা হয়। বর্তমানে তারা দেশের সকল গ্রাম-মহল্লায় ঘুরে মানুষকে হাঁচি-কাশির শিষ্টাচার ও সামাজিক দূরত্বের বিষয়ে সচেতনতা তৈরি করছেন। করোনা হলে কী করণীয় তা মাইকিংয়ের মাধ্যমে ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা প্রায় ৫০ লাখ মানুষের বাসায় গিয়ে সচেতন করে তুলেছেন।

ব্র্যাকের নির্বাহী পরিচালক বলেন, ঢাকায় কর্মহীন মানুষের জন্য গত ৩১ মার্চ থেকে এক লাখ পরিবারকে দুই সপ্তাহের খাবারের জন্য নগদ অর্থ সহায়তা দেয়া শুরু হয়েছে। প্রথমে শহরে এর ফোকাস থাকলেও গ্রামেও এর প্রয়োজন রয়েছে তা চিন্তা করে এ কর্মসূচিতে গ্রামে ও দূরবর্তী অঞ্চলে, আদিবাসীদের মধ্যে আরও এক লাখ মানুষকে দুই সপ্তাহের জন্য খাবারের টাকা বিতরণ করা হয়।

তিনি বলেন, এরপর গ্রামীণফোন আমাদের সঙ্গে যুক্ত হয়। ডাকছে আমার দেশ নামে একটি কর্মসূচির মাধ্যমে তারা আমাদের মাধ্যমে আরও এক লাখ মানুষকে সহযোগিতা করে। মোট তিন লাখ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও ৫০ হাজার মানুষকে এর আওতায় আনতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

খাদ্যের পাশাপাশি স্বাস্থ্যখাতে গুরুত্ব দিয়ে কোভিড-১৯ পরীক্ষা বাড়াতে কাজ শুরু করেছে ব্র্যাক- উল্লেখ করে আসিফ সালেহ বলেন, ঢাকার হটস্পট (ঝুঁকিপূর্ণ) এলাকাগুলোতে টেস্ট বাড়াতে আমরা স্যাম্পলিং বুথ বসানোর কাজ শুরু করেছি। যেভাবে সংক্রমণ বেড়েছে সে হারে টেস্ট বাড়ানো সম্ভব হচ্ছিল না বলে আমরা এ কাজ শুরু করি। বর্তমানে আমরা ঢাকার হটস্পটে ২৫টি বুথ বসিয়েছি। ঢাকায় ১০০টি বুথ তৈরি করার কথা রয়েছে। তারপর প্রয়োজনে উপজেলাভিত্তিক আরও ৬০০টি বুথ বসানোর পরিকল্পনা রয়েছে। সরকারি-বেসরকারি ফান্ড পেলে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি বলেন, আমরা সরকারের ওপর নির্ভর না করে ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিয়ে স্যাম্পলিং নেয়া ও পরীক্ষার জন্য তৈরি করছি। তাদের মাসিক বেতন ব্র্যাক থেকে দেয়া হচ্ছে। সারাদেশে ৫০ হাজার স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তাদের মাধ্যমে কমিউনিটি টিম তৈরি করে সেবা দেয়া হচ্ছে। দেশের সকল এনজিও ও সংগঠনকে এ কাজে যুক্ত করা গেলে বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

এমএইচএম/বিএ/জেআইএম