ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সর্বোচ্চ আন্তরিকতায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২০ পিএম, ১৭ মে ২০২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (প্রশাসন) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা জানিয়েছেন, সর্বোচ্চ আন্তরিকভাবে ও গুরুত্বের সঙ্গে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে, যেন তারা দ্রুত সুস্থ হয়ে পুনরায় দেশ সেবায় ঝাঁপিয়ে পড়তে পারেন।

গতকাল শনিবার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন শেষে জাগো নিউজকে এ কথা জানান ডিএমপির ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

jagonews24

এ বিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মফিজুর রহমান পলাশ জাগো নিউজকে বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, এসব টিমের কর্মকর্তাগণ সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।

শনিবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সশরীরে দেখতে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় ডিএমপির ওফেলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান পিপিএম, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকীসহ ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) কে. এন. রায় নিয়তি তার সঙ্গে পরিদর্শনে যান।

পরিদর্শন দল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হোটেল আরামবাগ, রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর হোটেল, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, ডিএমপির ট্রাফিক ব্যারাকে স্থাপিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।

বিশেষ এ টিম করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শন টিমের প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা বলেন, অত্যন্ত আন্তরিকভাবে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ডিএমপির এ ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, আক্রান্তরা বড় কোনো অসুবিধা ছাড়াই সেরে উঠছেন। তাদের মধ্যে কিছু সদস্য ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সশরীরে পরিদর্শন শেষে তিনি আরও জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে।

এ সময় পরিদর্শন দল আক্রান্তদের বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক গৃহীত কল্যাণধর্মী ব্যবস্থাসমূহ সম্পর্কে অবগত করেন এবং ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের বিপিএম (বার) শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

বিশ্বময় মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখযোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।

সারাদেশে এখন পর্যন্ত আক্রান্ত পুলিশ সদস্য দুই হাজারের বেশি। এর বেশিরভাগই ডিএমপিতে কর্মরত।

ইতোমধ্যে করোনা সংক্রমণে আটজন পুলিশ সদস্য শাহাদাতবরণ করেছেন। তাদের মধ্যে ছয়জন ডিএমপিতে কর্মরত ছিলেন। একজন ঢাকার এসবি ও একজন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

জেইউ/এমএএস