ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চলতি মাসে বেতন কাঠামোর গেজেট

প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৯ অক্টোবর ২০১৫

চলতি মাসেই সরকারি চাকরিজীবীদের অষ্টম বেতন কাঠামোর গেজেট জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা। সেটি সম্ভব না হলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই আদেশ জারি হবে। প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
 
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভায় বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান সরকারের এই জ্যেষ্ঠ সচিব। সচিব বলেন, অষ্টম বেতন কাঠামোর আদেশ জারির বিষয়ে অর্থ বিভাগ কাজ করছে। আদেশ জারির প্রক্রিয়া শেষ করতে এক মাস বা তারও বেশি সময় লাগে। জেনেছি চূড়ান্ত পর্যায়ে রয়েছে কয়েক দিনের মধ্যে, এ মাসে না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে হবে।

দীর্ঘদিন ঝুলে থাকার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদিত হয়। এতে চলতি বছরের ১ জুলাই থেকে বেতন এবং আগামী বছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এখনো বহালের দাবি রয়েছে।

অন্যদিকে, আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যায়ের শিক্ষকরা।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, সুপ্রিম কোর্টের বিচারক বাদে জুডিশিয়াল অফিসার্স, জেলা জজসহ অন্যান্য জজদের বিষয়েও খুব শিগগিরই আদেশ জারি হবে, তাদের বেতনও চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

এসএ/এসএইচএস/পিআর

আরও পড়ুন