ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে সাংবাদিকসহ আরও ৭৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:৩৬ এএম, ১৭ মে ২০২০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫০৪টি নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১৬ জনে।

শনিবার (১৬ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে রয়েছেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসান রিটন। এ নিয়ে চট্টগ্রামে মোট তিনজন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম পার্থ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘গত ১০ মে থেকে আমাদের সহকর্মী আহসান রিটন অসুস্থতা অনুভব করছিলেন। তার নমুনার ফলাফল পজেটিভ এসেছে। এদিকে আমরা যারা হাউজে কর্মরত ছিলাম তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২২১ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরমধ্যে ১৯ জন চট্টগ্রাম নগরীর এবং ৯ জন অন্যান্য উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৭১৬ জনের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। করোনায় মারা গেছেন ৩৩ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।

আবু আজাদ/এমএফ/এমএসএইচ