ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরও ৫ আনসার সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০০ এএম, ১৭ মে ২০২০

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও পাঁচ সদস্য আক্রান্ত হয়েছেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭ জনে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত একজন আনসার সদস্যের মুত্যু হয়েছে।

এ ব্যাপারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, ১৬ মে পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন সদস্য ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৮১ জন ব্যাটালিয়ন আনসার, ১০১ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর ও একজন ভিডিপি সদস্য।

উল্লেখ্য, শুক্রবারের (১৫ মে) তথ্যমতে আক্রান্ত সদস্যদের মধ্যে ৬৬ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৭ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া অন্যরা সদর দফতর এবং বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

এছাড়া হোম কোয়ারেন্টাইনে একজন, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৫ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ-মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৬ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর আব্দুল মজিদ নামে একজন সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সদস্য আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার (আইডি নম্বর- ১৩১৮৯), তার বাড়ি বগুড়ায়। মৃত্যুর পূর্বে তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯ আনসার সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেইউ/এমএফ/এমএসএইচ