ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি ত্রাণের তালিকায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৬ মে ২০২০

করোনা ভাইরাসের কারণে বিশ্ব আজ এক ভয়াবহ অথনৈতিক মন্দার শিকার। বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও প্রবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার যদিও শ্রমিকদের খাদ্য সহায়তা দিচ্ছে, তবে প্রকৃত ভুক্তভোগীরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন না।

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-বাংলাদেশ কাউন্সিলের (আইটিইউসি-বিসি) চেয়ারপারসন মো. ফজলুল হক মন্টু এবং মহাসচিব মো. মজিবুর রহমান ভূঞা আজ শনিবার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। নেতৃবৃন্দ তালিকা তৈরি ও বিতরণ প্রক্রিয়ায় শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্যে সরকারের প্রতি দাবি জানান।

তারা বলেন, সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধির সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক ছাঁটাই, লে-অফ বন্ধ করতে হবে, ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়াসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ধাপে ধাপে কারখানা চালুর নির্দেশনা দিলেও মালিকরা তা পুরোপুরি মানছেন না। ফলে অনেক গার্মেন্টস শ্রমিক সংক্রমিত হচ্ছে বলে তারা মন্তব্য করেন। সংক্রমিত শ্রমিকদের চিকিৎসা ও সংক্রমিত হয়ে মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বিদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিক এবং এদের মধ্যে যারা দেশে ফিরে এসেছেন তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এই শ্রমিকদের জরুরি প্রয়োজনীয় সহযোগিতার জন্য তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

এফএইচএস/এনএফ/জেআইএম