ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা চিকিৎসায় ১৯ দিনে তৈরি হলো আরেক হাসপাতাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ মে ২০২০

রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড ডেডিকেটেড ২০০ বেডের আইসোলেশন ভবনটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ২০০ বেডের আনোয়ার খান মেডিকেল কলেজটি দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এই হাসপাতালে সম্পূর্ণ নতুন ২০০টি বেড, ১০টি আইসিইউ, ১০টি এইসডিও ও ৫টি ভেন্টিলেটর রয়েছে। এর পাশাপাশি কোভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে। মাত্র ১৯ দিনে হাসপাতালটি প্রস্তুত করে দিয়ে কর্তৃপক্ষ সরকারের কাজ সহজ করে দিয়েছে। এটি নিয়ে ঢাকায় এখন ১৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলো। এই হাসপাতালগুলোর মাধ্যমে ঢাকায় বর্তমানে অন্তত ১৫-২০ হাজার মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরপরও প্রয়োজন হলে সরকারের আরও বেডসংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে আছে।"

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, দেশে কোভিড নিয়ন্ত্রণে সরকার সাধ্য মতো সব রকম কাজই করে যাচ্ছে। টেস্টিং সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, ৪২টি ল্যাব স্থাপন করা হয়েছে, ২০ লাখেরও বেশি পিপিই সংগ্রহ করা হয়েছে, এক লাখেরও বেশি টেস্টিং কিটস সংগ্রহে রাখা আছে, মাত্র ১০ দিনেই নতুন ৭০০০ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেয়া হয়েছে, বেশকিছু টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এর পাশাপাশি দেশে প্লাজমা থেরাপিসহ উন্নত বিশ্বের মতো কোভিড-১৯ রোগীদের ওপর রেমডিসিভির ওষুধ দ্রুত প্রয়োগের চিন্তাভাবনাও সরকারের মাথায় আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠান শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন কোভিড ইউনিট পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন।

আনোয়ার খান মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এখলাসুর রহমান প্রমুখ।

এর আগে করোনা রোগীদের চিকিৎসায় মাত্র তিন সপ্তাহে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি হয়েছে বাংলাদেশে। সেটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এমইউ/এনএফ/এমকেএইচ