ফায়ার সার্ভিসে আরও ৮ জন করোনায় আক্রান্ত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও ৮ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ফায়ার সার্ভিসে মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
শনিবার (১৬ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বর্তমানে একজন সুস্থ হয়েছেন। বাকি ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শাহজাহান শিকদার বলেন, ‘অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের, তিনজন অধিদফতরের অফিস শাখার, সাতজন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং চারজন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী। আক্রান্তদের মধ্যে ১৫ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।’
তিনি জানান, করোনা আক্রান্তদের সকলেই এখনও ভালো আছেন। এদের মধ্যে একজন কর্মকর্তা পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। ২৪ জন আক্রান্তের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হয়েছিলেন। অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, দেশে এ পর্যন্ত ২০ হাজার ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২৯৮ জনের।
এআর/এফআর/পিআর