করোনা দুর্গতদের পাশে রেটোরিক ফোর
করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায়, দুর্গত ও দরিদ্র মানুষের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা রেটোরিক ফোর (পিআর)। বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় রাজধানী ঢাকাসহ জলবায়ু-পীড়িত সাতক্ষীরায় ত্রাণ দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৫ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামে ৩০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, সয়াবিন তেল ও পেয়াঁজ।
ত্রাণ কার্যক্রমের পুরো বিষয়টি সমন্বয় ও তদারকি করে পরানপুর প্রাথমিক বিদ্যালয় গভর্নিং বডি।
গভর্নিং বডির সভাপতি জি এম আব্দুল জলিল জানান, করোনা পরিস্থিতির পর যারা কোনো কিছুই পাননি, বেছে বেছে এমন ৩০টি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
পরানপুর স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ জানান, গত বছর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই করোনায় এ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ে। অতিদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য রেটোরিক ফোরকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি অন্য সংস্থাগুলোকে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রেটোরিক ফোর। এর আগে হিউম্যানস সেফটি ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় অসহায় মানুষদের সহায়তা করেছে রেটোরিক ফোর।
জেপি/এসআর/জেআইএম