ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৯ করোনা ল্যাব সেন্টারে নিয়োগ হবে ১৭৪ সেবাকর্মীর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৪ মে ২০২০

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতরের অধীনে ২৯ ল্যাব সেন্টারে ১৭৪ জন সেবাকর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। মোট সেবাকর্মীর মধ্যে ল্যাব অ্যাটেনডেন্ট ১১৬ জন, ওয়ার্ড বয় ২৯ জন ও পরিচ্ছন্নতাকর্মী ২৯ জন রয়েছেন।

১৩ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপ-সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার সম্মতি জ্ঞাপন করা হয়।

শর্তবলীতে বলা হয়, অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী জনপ্রতি সেবামূল্য নির্ধারণ করতে হবে।সেবাকর্মীর মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সার্ভিস কমিশনের হার ন্যূনতম ৫ শতাংশের কম হবে না।

এ সেবা ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধিবিধান অনুসরণ করতে হবে।পরিচ্ছন্নতাকর্মী আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের ক্ষেত্রে হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে হবে।

এমইউ/এনএফ/পিআর