বিদ্যুৎ বিপর্যয় : ৭ সদস্যের কমিটি গঠন
সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের উপ-সচিব আহমদে কায়কাউসকে কমিটির প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজধানীর রামপুরায় শনিবার বিকেলে সাড়ে ৩টায় ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত প্রকৃত কারণ বলা যাবে না।
উল্লেখ্য, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঞ্চালন লাইনে ত্রুটির কারণে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে পরে। এখন পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে।