ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রী কল্যাণ সমিতির গণশুনানি আজ

প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০১৫

জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে রাজধানী ঢাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অভিযোগের বিষয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ সোমবার এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ইচ্ছেমতো বাড়ানো হয়েছে। কিন্তু সেই তুলনায় যাত্রীদের সেবার বদলে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতিবার সরকার যে পরিমাণ ভাড়া বাড়ায় তার তুলনায় কয়েকগুণ অতিরিক্ত ভাড়া আদায় করে গণপরিবহনগুলো। তাই যাত্রীদের কষ্টগুলো, তাদের অভিযোগগুলো সরকারের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

এদিকে, গতকাল (রোববার) অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাসের চালককে জরিমানা ও সাজা দেওয়ার প্রতিবাদে সারাদিন অবরোধ পালন করেছে পরিবহন শ্রমিকেরা। ফলে ভোগান্তিতে পড়ে পুরো রাজধানীতে হাজারো যাত্রী। গণপরিবহণ না থাকায় ছোট যানগুলোতে অস্বাভাবিক ভাড়া গুণতে হয় যাত্রীদের

এ প্রসঙ্গে মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, “বাংলাদেশে চলমান গণপরিবহনগুলো আইনকানুন কিছুই তোয়াক্কা করে না। আর এখানে মালিকদের এমন একটা শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে যারা সরকারের কোনো না কোনো রাজনৈতিক আশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।"

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাবার পর থেকেই এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ১৭০টি রাস্তায় এক পর্যবেক্ষণ চালিয়ে দেখেছে ঢাকা শহরের প্রায় ৮৭ ভাগ যানবাহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও জানান তিনি।

আরএস/এমএস

আরও পড়ুন