সা’দত হুসাইনের ২০ দিন পর না ফেরার দেশে তার স্ত্রীও
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বামীর মৃত্যুর ২০ দিনের মাথায় তিনিও চলে গেলেন না ফেরার দেশে।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে গত ২২ এপ্রিল মারা যান ড. সা'দত হুসাইন।
প্রয়াত সা’দত হুসাইনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান শাহানা চৌধুরী। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা নিয়ে গত ২০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ বুধবার বাদ জোহর নিকুঞ্জ এলাাকায় স্বামী সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রয়াত সা’দত হুসাইন ও শাহানা চৌধুরী দম্পত্তির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এমএইচএম/জেডএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা