ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিজিএমইএর সামনে অবস্থান নেবেন সেই আরমান, বাসার সামনে হুমকি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১২ মে ২০২০

করোনার এ সময়ে শ্রমিক ছাঁটাই বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএর নবনির্মিত ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন আরমান হোসেন নামের এক ব্যক্তি।

বুধবার (১৩ মে) বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করবেন তিনি।

কয়েক মাস আগে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হওয়ার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন আরমান। এর জেরে পুরান ঢাকায় থাকা তাদের চায়ের দোকান তুলে দেয়া হয়। এ বিষয়ে তিনি শাহবাগসহ বেশ কয়েকটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলেও তা নেয়নি পুলিশ। এছাড়া পারিবারিকভাবে তাদের নানাভাবে হয়রানির করা হয়।

বিজিএমইএর সামনে অবস্থান কর্মসূচি ঘোষণার পর আবার হয়রানির শিকার হন আরমান।

মঙ্গলবার (১২ মে) সকালে গাজীপুরের চৌরাস্তার পূর্ব নলজানির বাসা থেকে বাজার করতে বের হলে দুজন অজ্ঞাত লোক তাকে হুমকি দেয়।

মঙ্গলবার বিকেলে জাগো নিউজকে এসব তথ্য জানান আরমান হোসেন। তিনি বলেন, ‘আমি বাসায় ছিলাম। মা সদাই আনতে বলেন। দোকানে যাওয়ার জন্য বেলা পৌনে ১১টার দিকে বাইরে বের হই। বের হতেই একজন লোক আমাকে ডাক দেয়। তাকে আমি আগে দেখিনি। আমি গেলাম। তার সঙ্গে আরেকজন লোক ছিল। তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন। ডাক দেয়া ওই লোক বলল যে, আপনার পরিবারের সঙ্গে আর আপনার সঙ্গে আগে যে খারাপ ঘটনাগুলো ঘটছে, এ বিষয় তো আপনি অবশ্যই আগে বুঝতে পারছেন। সামনে একটু সাবধানে থাকবেন। আপনি আমাদের নজরের বাইরে না। পরিচয় জানতে চাইলে বলে, অত কিছু জানার দরকার নেই। তাদের বয়স ৩০-৩২ হবে।’

পিডি/এএইচ/এমএস