‘সামান্য অসুস্থতা’র কারণে ‘বাসায় বিশ্রামে’ স্বাস্থ্য মহাপরিচালক
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অফিস করছেন না। তিনি অফিসে না আসায় নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ বলছেন, তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় ‘আইসোলেশনে’ রয়েছেন। আবার কেউ বলছেন, এর বেশিও কিছু হতে পারে! আগামী বেশ কিছু দিন তাকে বিশ্রামে থাকতে হবে। স্বাস্থ্য অধিদফতরে তার সহকর্মীরাও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে জানতে মঙ্গলবার (১২ মে) দুপুরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে খুদে বার্তায় ডা. আবুল কালাম আজাদ জাগোনিউজকে জানান, সামান্য অসুস্থতার কারণে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন ডা. আবুল কালাম আজাদ। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং-বুলেটিনে প্রায়ই গণমাধ্যমের সামনে আসছিলেন তিনি। তবে করোনাভাইরাস সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে সেটিকে এপ্রিলের প্রথম সপ্তাহে দৈনন্দিন বুলেটিনে রূপ দেয়ার ক’দিন পর থেকে তাকে গণমাধ্যমের সামনে আর তেমনটা দেখা যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদফতরের মঙ্গলবারের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৫০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ১১ জন। যদিও সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ১৪৭ জন।
এমইউ/এইচএ/এমকেএইচ