করোনা শনাক্তে আরও একটি ল্যাব
করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নতুন আরও একটি আরটিপিসিআর (রিয়াল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে যন্ত্রটি স্থাপন করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তে ল্যাবরেটরির সংখ্যা দাঁড়াল ৩৮টি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। এদের সাতজন পুরুষ ও চারজন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
এমইউ/এসআর/এমএস