ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদ্যুৎ বিভ্রাটে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০১ নভেম্বর ২০১৪

একযোগে সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটে জনগণের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার বিকেল সাড়ে ৩টায় ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারে (এনএলডিসি) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বৈঠক শেষে নসরুল হামিদ বলেন, এরই মধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। গুরুত্ব বিবেচনা করে মেডিকেল ও বিমানবন্দরে ইতোমধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউসকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে বিদ্যুতের জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ায় বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।