ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৈশাখী ভাতার ২০ শতাংশ দিলেন প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১০ মে ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। রোববার (১০ মে) এ বাবদ ২৩ কোটি ৩৯ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যার্থে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর ও সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। এ বাবদ মোট ২৩ কোটি ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সচিব মো. আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রাথমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা জানান।

এমএইচএম/এমএফ/এমএস