যেসব স্থানে বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে
বাড়ি বাড়ি গিয়ে করোনা শনাক্তের পরীক্ষার জন্য রোগীর নমুনা সংগ্রহ অব্যাহত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সাথে স্বাস্থ্য অধিদফতর জানায়, নমুনা সংগ্রহের জন্য জেকেজে গ্রুপ ও ব্র্যাক বিভিন্ন স্থানে বুথ স্থাপন করেছে।
রোববার (১০ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কার্যক্রম অব্যাহত আছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় ও তত্ত্বাবধানে বাসায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত আছে। তাছাড়াও আমাদের সহায়তা করছে জেকেজে গ্রুপ। তারা বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করে। তারা নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বনানী ও উত্তরায় বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে।’
ব্র্যাকও ১০টি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে। নাসিমা সুলতানা বলেন, ‘ব্র্যাকের ১০টি নমুনা সংগ্রহ বুথের কার্যক্রম চলমান আছে। তারা চারটি বুথের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা সংগ্রহ করছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেলে একটি, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে একটি, ফজিলাতুন্নেসা মুজিব স্পেশালাইজড হাসপাতালে একটি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দুটি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে তারা।’
‘ব্র্যাকের আরও অনেক বুথ সংযোজনের পরিকল্পনা আছে। যা স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে তারা করবে এবং এ প্রক্রিয়া চলমান’, যোগ করেন নাসিমা সুলতানা।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা হানা দেয়ার পর এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২২৮ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৮৭ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৫৭।
পিডি/বিএ/জেআইএম