ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়েসহ করোনা আক্রান্ত কৃষি সম্প্রসারণ অধিদফতর মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩০ পিএম, ০৯ মে ২০২০

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই এখন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ মে) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এছাড়া কৃষিবিদ মো. নুরুল আমিন পাটোয়ারি জ্বর, শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।

বিবৃতিতে, যেসব কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্য অসুস্থ অবস্থায় আছেন তাদের রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এমএএস/এমএসএইচ