ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চালককে দণ্ড : প্রতিবাদে মিরপুর রুটে বাস চলাচলে বাধা

প্রকাশিত: ১০:৩২ এএম, ১৮ অক্টোবর ২০১৫

রাজধানীর কাফরুল থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় রোববার সকালে অভিযান চালিয়ে বাস চালককে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা  বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম। তবে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল আমিন জানান, দণ্ডপ্রাপ্ত পরিবহন শ্রমিক বাসের চালক নয় কন্ডাক্টার।  

এদিকে, সড়কে যান চলাচল বন্ধ করে দেয়ার ফলে প্রগতি স্মরণী এলাকায় বাসের সংখ্যা কমে গেছে। এছাড়া গুলিস্থান থেকেও কোনো বাস ছাড়া হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় গুলিস্তান থেকে কোনো বাস ছাড়ছে না। এছাড়া যাত্রাবাড়ী এলাকা থেকেও রামপুরা বাড্ডা হয়ে উত্তরা গাজীপুর রুটেও গণপরিবহণের সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছে নগরবাসী।

জানা যায়, রোববার সকাল ১০টার দিকে বৈধ কাগজপত্র না থাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল আমিন হিমাচল বাসের কন্ডাক্টার মনির হোসেনকে এক মাসের কারাদণ্ড দেন।

এঘটনায় ওই এলাকায় অন্যান্য পরিবহনের চালক শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা করে। তবে পুলিশের বাধা দিলে বিক্ষোভটি পণ্ড হয়ে যায়।


জেইউ/জেডএইচ/এএইচ/আরআইপি