ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক , নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৯ মে ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৮ মে রাত ৮টা ৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হন খলিলুর রহমান। তখন তাকে অক্সিজেন দেয়া হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেকের ডেথ সার্টিফিকেটে খলিলুর রহমানের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে তার মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। ঢাকার মুগদায় পরিবার নিয়ে থাকতেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান।

এআর/এইচএ/জেআইএম