অটোরিকশার স্থায়ী সমাধানের চেষ্টা করবো : তথ্যমন্ত্রী
তিন চাকার অটোরিকশা বাদ দিয়ে গ্রামের অর্থনীতির কথা চিন্তা করা যায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি অটোরিকশার চলাচল ও তার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি মন্ত্রী পরিষদে তুলে ধরে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবো।`
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ আয়োজিত এক জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সময় হরতাল-অবরোধ প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, হরতাল-অবোরোধ ও আগুন সন্ত্রাসের সময় যখন বাস-ট্রাক বন্ধ ছিল তখন এই নসীমন-করিমন বা তিন চাকার অটোরিকশা গ্রার্মীণ অর্থনীতির চাকা সচল রেখেছিল।
গ্রামীণ উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গ্রামের কৃষকরা তার উৎপাদিত পণ্য এই নসীমন-করিমন যানবাহনের মাধ্যমে দ্রুত বাজারজাত করতে পারছে। যার ফলে গ্রামের জীবন-যাত্রার মান পরিবর্তন হচ্ছে।’
সরকারের আদেশ এবং আপনাদের লাইসেন্স এর মধ্যে যদি কোন বিরোধ থাকে তবে সেটা পুনবিবেচনা করা দরকার উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, উন্নত রাষ্ট্রেও তিন চাকার যান চলে, আমাদের দেশের মহাসড়কে যদি অটোরিকশা নিরাপদ না হয় তবে লাইসেন্স কেন দিলেন?
সংগঠনের আহ্বায়ক গোলাম ফারুক এর সভাপতিত্বে জাতীয় কনভেনশনে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য নাজমুল হক প্রধান, কমরেড রাজেকুজ্জামান রতন প্রমুখ।
এএস/আরএস/পিআর