ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইসিতে ই-নথি বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৮ মে ২০২০

করোনাভাইরাসের মধ্যে জরুরি কাজ চলমান রাখতে ই-নথি বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ ছুটিতে জরুরি কার্যক্রম পরিচালনায় এ সিদ্ধান্ত মানতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) ইসির সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়।

ইসি কর্মকর্তারা জানান, ইসি সচিবালয়ের জরুরি ফাইলগুলো এখন পিয়নের মাধ্যমে সচিবের বাসায় পাঠানো হয়। ফাইলের মাধ্যমে ভাইরাসে আক্রান্তের শঙ্কা থেকে এমন আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগের প্রেক্ষিতে সরকার ঘোষিত ছুটিকালীন জরুরি প্রয়োজনে অফিসের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ই-নথি ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তাদের ইতোপূর্বে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’

আদেশে আরও বলা হয়, ‘এতদপ্রেক্ষিতে কাজের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৭ মে থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে ই-নথি ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ্য নেয়া হবে।’

এইচএস/এমএফ/পিআর