ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা পরীক্ষার ৩৫তম ল্যাব নারায়ণগঞ্জে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৮ মে ২০২০

নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের মোট ল্যাবের সংখ্যা দাঁড়ালো ৩৫টিতে।

শুক্রবার (৮ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৭০৭টি। নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯৪১টি। এই নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের ৩৫টি ল্যাবে। গতকাল পর্যন্ত আমরা ৩৪টি বলেছিলাম। ৩৪ নম্বর ল্যাবটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র। আজকে আমাদের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ল্যাব। এই ৩৫টি ল্যাবের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।’

পিডি/এএইচ/জেআইএম