ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আগের চেয়ে ভালো আছেন মুনতাসীর মামুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৭ মে ২০২০

আগের চেয়ে ভালো আছেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি এই অধ্যাপকের বর্তমানে কেবিনে চিকিৎসা চলছে।

এর আগে দুই দফায় তার করোনার নমুনা পরীক্ষা করা হলেও প্রতিবারই তার রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামী সপ্তাহে আরও দুই দফায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

রোববার (৩ মে) সন্ধ্যায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অধ্যাপক ড. মুনতাসীর মামুনের চিকিৎসায় ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে মুগদা হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ দুপুরে জাগো নিউজকে বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি ভালো আছেন। এ কারণে আইসিইউ থেকে স্থানান্তর করে তাকে কেবিনে রাখা হয়েছে।

এই চিকিৎসক বলেন, ‘মুনতাসীর মামুন আগের চাইতে অনেক ভালো আছেন। স্বাভাবিকভাবে খাবার খাওয়া ও হাঁটাচলা করতে পারছেন। আগামী সাত দিনের মধ্যে আবারও দুই দফায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় করোনা নেগেটিভ আসলে তাকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’

মুনতাসীর মামুনের চিকিৎসায় মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক মনিলাল ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবীনা ইয়াসমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, এনেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান।

এমএইচএম/এসআর/জেআইএম