ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ৪ পুলিশসহ ৬ জনের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৫ মে ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন চার পুলিশসহ ছয়জন।

মঙ্গলবার (০৫ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তারা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা জাগো নিউজকে বলেন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার পুলিশ সদস্যসহ ছয়জন। পরপর দুবার নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ পাওয়া গেছে। সুস্থ হলেও তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে রোববার (৩ মে) চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রথম পুলিশ সদস্য অরুণ চাকমা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

সর্বশেষ সোমবার (৪ মে) চট্টগ্রামে এ যাবৎকালের সর্বোচ্চ ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে চট্টগ্রামে গত দুদিনে ২৯ করোনা রোগী শনাক্ত হলো, যা গত ৪০ দিনে শনাক্ত রোগীর ২৬ শতাংশ।

এ পর্যন্ত চট্টগ্রামে ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জন চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্য। করোনায় আক্রান্তদের মধ্যে ৮৮ পুরুষ ও ২২ নারী। এছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করোনা শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ ব্যক্তিও এই তালিকাও রয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে এক শিশু, চার পুরুষ ও দুই নারীসহ মোট আটজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আইসোলেশনে এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন।

মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩০ জন। বর্তমানে ১৪৯ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪০৩ জন।

আবু আজাদ/এমএসএইচ/এমএস