আমার বাবা মরেন নাই : হাবিবুর রহমান মোল্লার ছেলে
ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে ছড়ানো খবর নাকচ করে দিয়েছেন তার ছেলে রায়হান জামিল রিপন। তবে তিনি বলেছেন, আমার বাবার অবস্থা ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে ছড়িয়েছে, এটা ঠিক নয়।
আজ মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় জাগোনিউজকে এ কথা বলেন রায়হান জামিল। হাবিবুর রহমান মোল্লা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছে তাকে।
রায়হান জামিল বলেন, ‘বাবা লাইফ সাপোর্টে আছেন এখনো। আপাতত স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। আমি এইমাত্র স্কয়ার থেকে আমার স্ত্রীকে নিয়ে এলাম। এখনো ডাক্তার আমাদের কিছু বলেননি। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’
অনেকেই বলাবলি করছে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে- এই প্রশ্নের জবাবে রায়হান জামিল বলেন, ‘আমার বাবার লাইফ সাপোর্ট যদি খুলে দিতে হয় আমার অনুমতি নিতে হবে। কারণ আব্বার অথরিটি বা রেস্পন্সিবিলিটি হলো আমার নামে। লাইফ সাপোর্ট এখনো খোলেনি। তবে আব্বার প্রেসার ফল্ট করছে। তিন-চারটা মেডিসিন চলছে, আর কিছু নয়। তবে অবস্থা বেশি ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে হচ্ছে এটা ঠিক নয়। আমি আর আমার স্ত্রী এইমাত্র তাকে দেখে বাসায় এলাম।’
হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এইচএস/এইচএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে
- ২ সচিবালয়ে আগুন: তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে
- ৩ থার্ড টার্মিনাল প্রকল্পে ৪০০০ কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে দুদক
- ৪ সাঁওতালপল্লিতে হত্যা-আগুনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
- ৫ দাবি পর্যালোচনা ও কমিটি গঠনের আশ্বাসে সড়ক ছাড়লেন ‘সহযোদ্ধা’রা