ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চুক্তিতে আরও এক বছর মেক্সিকোর রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৫ মে ২০২০

 

চুক্তিতে আরও এক বছর মেক্সিকোর রাষ্ট্রদূত থাকছেন সুপ্রদীপ চাকমা। অবসরে যাওয়ার পর বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুপ্রদীপকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সুপ্রদীপ চাকমা মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।

আদেশে বলা হয়েছে, সুপ্রদীপ চাকমাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ৪ মে বা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মেক্সিকোর রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেয়া হলো।

এদিকে চুক্তিতে আবারও বিমসটেক-এর মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. সহিদুল ইসলাম। চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১০ জুন অথবা যোগদানের তারিখ থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মহাসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

আরএমএম/এমএসএইচ/এমকেএইচ