ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছুটিতে খোলা থাকবে শুল্ক ও ভ্যাটের সব অফিস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৫ মে ২০২০

সাধারণ ছুটিকালীন শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ মে) এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের সাধারণ ছুটির সময় ১৬ মে পর্যন্ত বাড়ানোর প্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে এনবিআর।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণসংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসআই/এমএফ/এমকেএইচ