ছুটিতে খোলা থাকবে শুল্ক ও ভ্যাটের সব অফিস
সাধারণ ছুটিকালীন শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ মে) এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের সাধারণ ছুটির সময় ১৬ মে পর্যন্ত বাড়ানোর প্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে এনবিআর।
এতে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণসংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসআই/এমএফ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বিজয় দিবস সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণে শপথের দিন
- ২ বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সতর্ক অবস্থানে র্যাব
- ৩ আত্মগোপনে থাকা সাবেক এমপি নদভী গ্রেফতার
- ৪ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৫ হজযাত্রী নিবন্ধনের সময় শেষ, মঙ্গলবারও টাকা জমা দেওয়া যাবে