ঢামেকের করোনা ইউনিটে ৪ দিনে ৩১ মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ভর্তি শুরুর চার দিনের মাথায় এ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১ জনে।
মঙ্গলবার (৫ মে) ঢামেক করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢামেকের করোনা ইউনিটে ২ মে ১ জন, ৩ মে ১২ জন, ৪ মে ১৩ জন এবং আজ (৫ মে) ৫ জন মারা গেছেন।
মোহাম্মদ রিয়াজ বলেন, গত শনিবার (২ মে) থেকে ঢামেক বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। আজ পর্যন্ত ৩১ জন মারা গেল। মৃতদের মধ্যে নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তারা করোনা পজিটিভ কিনা, টেস্টের ফলাফলের আগেই মৃত্যুবরণ করে। নিয়ম অনুযায়ী ২৬টি মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
রিয়াজ আরও জানান, এই চারদিনে এই ইউনিটে মোট ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত। সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।
এআর/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ২ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৩ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৪ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
- ৫ আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান