ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভেজাল তেল বিক্রি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

রাজধানীতে পুরান ঢাকায় ভেজাল জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাব। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার নবাবপুর রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের বিভিন্ন জ্বালানী তেলের দোকানে  অভিযান চালিয়ে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ জরিমানা করেন।

জানা গেছে, ভেজাল তেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠান সিলগালা এবং দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিদেশি নামী দামী ব্র্যান্ডের ভেজাল ও নকল লুব্রিকেটিং অয়েল ও ব্রেক অয়েলের দুই হাজার ৮৬২টি ক্যান জব্দ করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো নবাবপুর মদনপাল লেন রোডের মেসার্স শামীম ট্রেডার্স, মেসার্স খান ট্রেডার্স ও মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্স। তবে অভিযানের সময় মেসার্স শামীম ট্রেডার্সের ম্যানেজার ছাড়া অন্য ট্রেডার্সের মালিক ও ম্যানেজার পালিয়ে যায়।

শামীম ট্রেডার্সের ম্যানেজার মজিবুর রহমানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড ও কর্মচারী আসলামকে (৩২) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে ভেজাল মেশনো নিম্নমানের লুব্রিক্যান্ট ওয়েল (মবিল) ও ব্রেক ওয়েল নামী-দামি ব্র্যান্ডের নামে উচ্চমূল্যে বিক্রি করছিল।

জেইউ/এএইচ/আরআইপি