ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অলাভজনক সবজি সেবা সাবেক ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ মে ২০২০

বর্তমান করোনা পরিস্থিতি ও রমজান মাস বিবেচনায় প্রতি শুক্রবার বিনামূল্যে এবং অন্যদিন আর্থিক ভর্তুকি দিয়ে অলাভজনক ভ্রাম্যমাণ শাক-সবজি সেবা দিচ্ছেন এক ছাত্রলীগ নেতা। রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ ও ১৮ নম্বর ওয়ার্ডে এ সেবা দিচ্ছেন তিনি।

সেবা প্রদানকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নুরুজ্জামান নবীন বলেন, এই সেবায় নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার উপকৃত হবে।

তিনি আরও বলেন, ১ মে থেকে এই সেবা দেয়া শুরু হয়েছে। আগামী ঈদুল ফিতর পর্যন্ত চলবে এই সেবা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বাজার খোলা থাকছে। লকডাউন না থাকলে সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন আনুমানিক ৫০০ কেজি শাক-সবজি বিনা লাভে ও আর্থিক ভর্তুকি দিয়ে বিতরণ করা হবে৷

রমজানের শেষ সপ্তাহে পোলাও চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও এই সেবার আওতায় এনে বিতরণ করা হবে বলে জানান তিনি।

খন্দকার নুরুজ্জামান নবীন বলেন, প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ ও ১৮ নম্বর ওয়ার্ডে এই সেবা প্রদান করা হচ্ছে। পরবর্তীতে এই সেবার আওতা আরও বাড়ানোর ইচ্ছা আছে৷ আপাতত ভাটারা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়সহ আরও ৫টি ভ্যানে একজন করে বিক্রয় প্রতিনিধি দিয়ে মোট ছয়টি স্পটে এই সেবা প্রদান করা হচ্ছে। উদ্যোগটি আমি, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং স্থানীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু কর্মীর সহযোগিতা আছে৷

পিডি/এমএআর/এমএস