নবাবগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক একর জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে উপজেলা ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের নেতৃত্বে উপজেলার চুড়াইন ইউনিয়নের দাফুনিয়া বিলের কৃষক নুরু বাবুর্চির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ওই কৃষকের ধান কেটে দেন।
ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগ বলেন, করোনার প্রাদুর্ভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে নুরু বাবুর্চি তার জমির পাকা ধান নিয়ে বিপাকে পড়েন। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার জমির ধান কেটে দিয়েছি।
কৃষক নুরু বাবুর্চি বলেন, আমি এক একর জমিতে বোরো ধান লাগিয়েছি, মৌসুমের আগেই আগাম ধান পেকে যায়। শ্রমিক না পাওয়ায় আমি ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জমি থেকে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এতে আমার অনেক উপকার হয়েছে।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ ধান কাটায় আরও অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শোভন শিকদার, নাহিদুল আলম নাদিম প্রমুখ।
এমএফ/এমকেএইচ