ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এই উৎসবে অংশ না নিলে অনেক কিছুই মিস করতাম

প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৭ অক্টোবর ২০১৫

মতিঝিল আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আঞ্জুমান আরা। রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত ‘প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’ এ অংশ নিয়েছেন তিনি।

দুই দিনব্যাপি এই উৎসবে অংশ নিয়ে তিনি এই প্রতিবেদককে জানান, প্রাণ ফ্রুটোর উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ না নিলে তিনি বিজনেস সেক্টরের অনেকই কিছুই মিস করতেন।

শনিবার বিকেলে জাগো নিউজের সঙ্গে আলাপকালে আঞ্জুমান আরা বলেন, অ্যাকাউন্টিং অলিম্পিয়াড, ম্যানেজম্যান্ট অলিম্পিয়াডসহ বেশ কয়েকটি প্রতিযোগীতায় অংশ নিয়েছেন তিনি। আর এই অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসা সম্পর্কে যে ধারণা তিনি পেয়েছেন তার বই পড়ার মাধ্যমে তা কখনোই সম্ভব হতো না।

তিনি বলেন, চমৎকার এই আয়োজনে না আসলে ব্যবসায় ক্যারিয়ার সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যেতো। শুক্রবার বিকেলে কনসার্ট শুরুর আগে জনপ্রিয় গায়ক তাহসানের উৎসাহ ব্যঞ্জক বক্তব্যে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বলেও জানান তিনি।

প্রাণ ফ্রুটোর উদ্যোগে ও নটরডেম বিজনেস ক্লাবের আয়োজনে রাজধানীর নটরডেম কলেজে চলছে ‘প্রাণ ফ্রুটো বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৫’। শুক্রবার শুরু  হওয়া এই উৎসবটি আজ বিকেলে শেষ হবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

এমএম/এসকেডি/পিআর

আরও পড়ুন