ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তেলের দাম আপাতত কমছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:১৭ এএম, ১৭ অক্টোবর ২০১৫

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে আপাতত দাম কমানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ  কথা জানান। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ। আগামী ২ থেকে ৬ নভেম্বর এ মামলার শুনানি হবে।কানাডীয় কোম্পানি নাইকোকে টেংরাটিলা গ্যাস ফিল্ডের কাজ দেয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। ওয়ার্ল্ডওয়াইড নাইকোর অবস্থা ভাল না। বিগত সরকার নাইকোকে কাজ দিয়েছে।

উল্লেখ্য, নাইকো পরিচালিত ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফা অগ্নিকাণ্ড ঘটে। এর ক্ষতিপূরণ দাবিতে স্থানীয় আদালতে মামলা করে পেট্রোবাংলা। এ ছাড়া আদলতের নির্দেশনা অনুসারে নাইকোর অন্য গ্যাসক্ষেত্র ফেনী থেকে সরবরাহকৃত গ্যাসের বিপরীতে প্রাপ্য অর্থ আটকে রাখে পেট্রোবাংলা। পেট্রোবাংলার আটকে রাখা ওই অর্থ আদায় ও ক্ষতিপূরণ না দেয়ার জন্য নাইকো আর্ন্তজাতিক আদালতে দু’টো মামলা করে। পরবর্তীতে সরকার ক্ষতিপূরণ আদায়ে একই আদালতে মামলা দায়ের করে।

এএইচ/পিআর